কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়ে মুকুল রায় হুগলিতে

sdfdfপ্রবীর বোস: কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়ে মুকুল রায় হুগলিতে এক সাংবাদিক সম্মেলনে এসে ঘোষণা করলেন নরেন্দ্র মোদি যে কৃষি বিল এনেছেন তাতে কৃষকদের স্বার্থ বিঘ্নিত হবে না। এর আগে মুকুলবাবু বিদ্যাসাগরের দ্বিষত জন্মবার্ষিকী উপলক্ষে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে  ছবিতে পুষ্প অর্পণ করেন।

Untitled-1advt-2advt-1advt-3advt-4advt-5Untitled-3

%d bloggers like this: