নিজস্ব সংবাদদাতা: প্রাচীন শহরের ইতিহাস জানতে কার না ইচ্ছে করে। আর এই আঞ্চলিক ইতিহাস এবং তা চর্চা করতে হুগলি জেলার চন্দননগর পুস্তকাগার উদ্যোগ নিল। চন্দননগরের অজানা তথ্য সকলের সামনে তুলে ধরতে লাইব্রেরীতে আর্কাইভ গড়ে তোলা হলো। সম্প্রতি এই আর্কাইভের উদ্বোধন করলেন চন্দননগর পুলিশ কমিশনার ড.হুমায়ূন কবীর। অনুষ্ঠানে উপস্হিত ছিলেন মহকুমা শাসক মৌমিতা সাহা, পুর কমিশনার স্বপন কুন্ডু, জেলা গ্রন্হাগার আধিকারিক ইন্দ্রজিৎ পান সহ বিশিষ্ট জনেরা। করোনা সংক্রমিত হয়ে পুস্তকাগারের প্রশাসন প্রতিনিধি ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদত্তা রায় মারা যান। তাঁর স্মৃতিতেই এই আর্কাইভের নামকরণ করা হয়েছে।
চন্দননগর শহরের তথ্য সহজেই হাতের সামনে পাওয়ার জন্যই চন্দননগর হেরিটেজ অনেকদিন থেকেই প্রশাসনের কাছে প্রস্তাব দিয়েছিলেন। আর এই প্রস্তাবে সাড়া দিয়েই দুষ্প্রাপ্য ঐতিহাসিক তথ্যভাণ্ডার লাইব্রেরীতে জায়গা পেয়েছে। এর ফলে এখন থেকে চন্দননগরের ফেলে আসা সময়ের বই, মানচিত্র, দুষ্প্রাপ্য ছবি এবং নথিপত্রে সমৃদ্ধবহয়েছে চন্দননগর পুস্তকাগারের আর্কাইভ। পুস্তকাগারের গ্রন্হাগারিক ড . সোমনাথ ব্যানার্জী জানান, এই আর্কাইভ কে ডিজিটাল আর্কাইভ করার আবেদন জানানো হবে রাজ্যের গ্রন্হাগার দপ্তরের কাছে। এছাড়াও চন্দননগর সম্পর্কিত কোন পুরানো ছবি বা তথ্য কোনো সহৃদয়ের কাছে থাকলে আর্কাইভের সমৃদ্ধিতে দান করলে ভালো হয় বলে জানান। এদিনের অনুষ্ঠানে চন্দননগর বিষয়ক একটি তথ্যচিত্রও প্রদর্শিত হয়।