তৃণমূল কংগ্রেসের নুতন ভবনের দ্বার উদঘাটন

623b99e5-7dd2-4dfc-801a-e0d4f8c0bdc4নিজস্ব সংবাদদাতা: হুগলির মহানাদ তৃণমূল কংগ্রেসের নুতন ভবনের দ্বার উদ্ধোধন করলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তপন দাশগুপ্ত। এই তৃণমূল ভবনের উদ্ধোধনের পাশাপাশি এদিন বিজেপির প্রায় ৯২ টি পরিবারের সদস্যরা মন্ত্রী তপন দাশগুপ্ত’র হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে জানিয়েছেন মহানাদ তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবব্রত দাস ( নিলু)।32333c6f-fd98-4115-a0f4-89b0e980c8fc

%d