নিজস্ব সংবাদদাতা: করোনার মধ্যেই হুগলির ধনিয়াখালিতে বিজেপির ZP-30A পরিচালিত আটটি ফুটবল দলের এক দিনের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। এই ফুটবল প্রতিযোগিতার পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তাদের দেখা গেল না মাস্ক কিংবা কোনও রকম দূরত্ব বজায় রাখতে। এই সময়ে আয়োজন করা এই ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে ধনিয়াখালির বিজেপির সংগঠনের মধ্যে বিবাদ দেখা দিয়েছে। অন্যদিকে এই ফুটবল প্রতিযোগিতাকে কটাক্ষ করতে ছাড়েন নি তৃণমূল, বামপন্থী থেকে ফরওয়ার্ড ব্লকের নেতা ও কর্মীরা।