মুখ্যমন্ত্রী ক্লাবগুলোকে টাকা দিতে পারছে কিন্তু বন্ধ জুটমিল খোলার কোনো উদ্যোগ নিচ্ছে না-আব্দুল মান্নান

Untitledপ্রবীর বোস: হুগলি জেলার ভদ্রেশ্বর এলাকায় জুটমিল খোলার দাবিতে যৌথ ভাবে এক বিশাল মিছিল ও পথসভা করলো বাম ও কংগ্রেস।শুক্রবার ভদ্রেশ্বর নর্থব্রুক জুটমিল খোলার দাবিতে এই মিছিল ও পথসভা হয়। এদিনের মিছিলে নেতৃত্ব দেন রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান। এদিনের মিছিল থেকে রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান রাজ্যের তৃণমূল সরকারকে কটাক্ষ করে বলেন মুখ্যমন্ত্রী ক্লাবগুলোকে টাকা দিতে পারছে কিন্তু বন্ধ জুটমিল খোলার কোনো উদ্যোগ নিচ্ছে না।

advt-5advt-3advt-2advt-1

%d bloggers like this: