পশ্চিম বর্ধমান প্রতিনিধি: মহালয়ার পুণ্য লগ্নে দুর্গাপুরের অরবিন্দ পল্লী নিবেদিতা মঞ্চে স্বপ্ন উড়ান এর আয়োজনে সংস্থার প্রধান পৃষ্ঠপোষক ও বোরো চেয়ারম্যান কাউন্সিলর চন্দ্র শেখর ব্যানার্জি মহাশয় ও ঋতভাস বাচিক দলের প্রধান মাননীয়া ইতি সিনহা পাল মহাশয়ার উদ্দ্যেগে মহালয়ার পুণ্য তিথিতে আয়োজন করা হয়েছিল এক মনোরম সন্ধ্যা।
এদিনের সন্ধ্যার অনুষ্ঠান সাজিয়ে তোলা হয়েছিল মাতৃবন্দনা ও ছোটদের আবৃত্তি পরিবেশন ও মায়া ব্যানার্জী’র চন্ডী পাঠ দিয়ে।