বিধানসভা নির্বাচনে আগে সেজে উঠছে হুগলির বাঁশবেড়িয়া সহ সপ্তগ্রাম বিধানসভার এলাকা

3প্রবীর বোস: বিধানসভা নির্বাচনে আগে বাঁশবেড়িয়া সহ সপ্তগ্রাম বিধানসভার এলাকায় জল, আলো, প্রতিটি গঙ্গার ঘাটে অত্যাধুনিক শৌচাগার থেকে শুরু  করেমা,বোনেদের জন্য গঙ্গার স্নান করে ভিজে জামা কাপড় ছাড়ার জন্য ঘরের ব্যবস্থা, পাশাপাশি গঙ্গার ঘাট থেকে বিভিন্ন মন্দির, মসজিদ কে সুরক্ষা ও সুন্দরায়নের কাজ শুরু করতে এলাকাবাসীকে ও পৌরসভার প্রাক্তন জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে এইসব এলাকা পরিদর্শনের পাশাপাশি কাজ শুরু করতে নির্দেশ দিয়ে গেলেন হুগলির সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তথা কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত।

advt-2advt-1advt-3advt-5advt-4

%d bloggers like this: