প্রবীর বোস: বাংলাদেশের ইলিশ মাছ কিনতে চন্দননগরের গঞ্জের বাজারে ক্রেতাদের ভিড়।
চন্দননগর গঞ্জের বাজারে রাতেই ডুকেছে বাংলাদেশের পদ্মার ইলিশ। তাই এই মাছ কিনতে ক্রেতাদের ভিড়, কেউ কিনছেন দুটি মাছ কেউ আবার কিনছেন একটা মাছ। বাজারে এই মাছ বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৫০০ টাকা প্রতি কিলো।