প্রবীর বোস, হুগলি: হুগলির দাদপুরের হেলদায় এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু ৩ পুলিশ কর্মীর। মৃত দেবশ্রী চট্টোপাধ্যায় রাজ্য পুলিশের সিও পদে ছিলেন। শিলিগুড়ির ডাবগ্রামে তিনি কর্মরত ছিলেন। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর দেহরক্ষী তাপস বর্মণ এবং গাড়ির চালক মনোজ সাহার। আজ সকালে সাড়ে ৬টা নাগাদ ২ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে পুলিশের গাড়িটি। গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্সকরা তাঁদের মৃত বলে জানান। পুলিশের প্রাথমিক অনুমান, চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা।