বসিরহাটে বিজেপিতে বড়সড় ভাঙন

IMG-20200829-WA0061সৌমাভ মণ্ডল, উত্তর ২৪ পরগণা: বসিরহাট মহকুমার বসিরহাট ২নং ব্লকের রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নডলি বাজারে এক সভায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি নেতা কর্মীরা। এদিন তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন তৃনমুল কংগ্রেসের বসিরহাট ২নং ব্লকের নেতা সমীর বাছাড়, কার্যকারী সভাপতি সৌমেন মণ্ডল, যুবনেতা বুলবুল ইসলাম, রণ মল্লিক, বসিরহাট মহকুমার ছাত্র নেতা পল্টু দাস, সুদীপ সিংহ সহ স্থানীয় নেতা নেতৃত্ব। বিজেপি থেকে প্রায় ২০০ জন তৃণমূলে যোগদান করেন। বিজেপির ছাত্রনেতা রবি দাস, তারক নাথ ও প্রবীর নাথ সহ ২০০ জন নেতা এদিন তৃণমূলে যোগ দেন। বিজেপি থেকে তৃণমূলে আসা নেতাদের দাবি আমরা আমাদের ভুল বুঝেছি। পাশাপাশি বিজেপি দলের দুর্নীতির কথা কাউকে বলতে পারছিলাম না। বিজেপি নেতা-নেত্রীরা দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল যুবর রাজ্য সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা আজকে দলে যোগ দিলাম। যাতে মানুষের উন্নয়ন করতে পারি।

advt-4advt-5advt-1advt-3advt-2

%d bloggers like this: