প্রবীর বোস: বিজেপির হুগলী সাংগঠনিক জেলা কমিটির সাংগঠনিক বৈঠক অনুষ্টিত হলো জেলা কার্যালয়ে। উপস্থিত ছিলেন সাংসদ ও রাজ্য সাধারণ সম্পাদিকা মাননীয়া লকেট চ্যাটার্জী, রাজ্য সম্পাদক দিপাঞ্জন গুহ, তুষার মুখার্জী মহাশয় ও জেলা সভাপতি মাননীয় গৌতম চ্যাটার্জী মহাশয় সহ জেলা পদাধিকারীগণ।