প্রবীর বোস: হুগলি জেলার ধনেখালি ১নং পঞ্চায়েতের চক হিরন্যবাটি গ্রামের সদস্যা ময়না মাঝি আজ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলো। এদিন বিকালে ওই এলাকায় একটি গ্রাম্য সভার আয়োজন করেন ধনিয়াখালী মন্ডলের বিজেপি সভাপতি অজয় কৈরী, সেই সভায় উপস্তিত হয়েছিলেন হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি গৌতম চ্যাটার্জী, সাধারন সম্পাদিকা সূরভী চ্যাটার্জী সহ সম্পাদক তুষার মজুমদার, কল্যান বোলেল সহ জেলার বিভিন্ন নেতৃবৃন্দ। এদিন তৃণমূল ছেড়ে ১৫০ কর্মী নিয়ে বিজেপিতে যোগদান করেন তৃণমূল সদস্যা ময়না মাঝি এবং সেখানেই তিন বিজেপির সদস্য পদও গ্রহন করেন। এই যোগদান প্রসঙ্গে জেলা সভাপতি গৌতম চ্যাটার্জী বলেন করোনা মহামারীকে কেন্দ্র করে আমাদের মোদিজী বাংলা তথা সারা দেশের মানুষের পাশে ঘরের ছেলের মতো এসে দাড়িয়েছেন আর তাতেই অনুপ্রানিত হয়ে তৃণমূলের একাধিক নেতারা আজ বিজেপির পতাকা হাতে তুলে নিচ্ছে।