হিন্দমোটরে গঙ্গার বানে ভেঙে পড়ল ঘাটের কিছুটা অংশ

2c563a77-d839-40a5-b8ca-54e007c82650প্রবীর বোস: হুগলি জেলার হিন্দমোটর এলাকার বটতলা গঙ্গার ঘাটে আছড়ে পড়লো হড়পা বান। প্রবল জলোচ্ছাসে ভাঙলো গঙ্গার ঘাটের এক অংশ। আজ দুপুরে এই ঘটনা। তবে হতাহতের কোন খবর পাওয়া যায় নি। দুদিন ধরে বৃষ্টির ফলে জল বাড়ছিল গঙ্গায়। এদিন হঠাৎ এতবড় বান গঙ্গার ঘাটে আছড়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষ। এলাকার বাসিন্দাদের বক্তব্য এরকম প্রবল জলোচ্ছাস গঙ্গায় খুব একটা দেখা যায় না। এলাকার বাসিন্দারা জানান এই ঘাট ঠিকই ছিলো।

গতকাল থেকে জলোচ্ছাস হওয়ার ফলে কিছুটা ভেঙে গিয়েছিল ঘাটটির অনেকটা অংশ। আজ এই বিশাল হড়পা বানের ফলে অনেকটাই ভেঙে যায় বটতলা ঘাট। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকার বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনাস্থলে উপস্থিত হন রিষড়া ও উত্তরপাড়া থানার পুলিশ।

advt-1

advt-2

advt-3

%d