চুঁচুড়া তালডাঙ্গায় দত্ত কলোনিতে আত্মঘাতী যুবক

ad88b9dc-efdd-473e-b0b5-1121503bd502শুভদীপ দে: আজ এই সপ্তাহের দ্বিতীয় লকডাউনের মাঝে চুঁচুড়া তাল ডাঙ্গার দত্ত কলোনির বছর ২৫ এর শান্তনু বিশ্বাস নামে একটি ছেলে বাড়ির পুরোনো কাপড় দিয়ে আত্মহত্যা করেন, প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায় যে শান্তনু এবং তার স্ত্রী দুজন একটি ঘর ভাড়া নিয়ে বসবাস করতেন পেশায় ছিলেন রাজ মিস্ত্রি, শান্তনু প্রতিদিন সকাল সকাল উঠে কাজে যান এবং কিন্তু  আজ সকালে অনেক বেলা পর্যন্ত ঘর বন্ধ থাকায় প্রতিবেশীরা ডাকাডাকি শুরু করেন এবং না ওঠায় তারা দরজা ভেঙে ঘরে ঢকেন এবং দেখেন ঘরের সিলিং এ গলায় দড়ি দিয়ে ঝুলছে সে, সঙ্গে সঙ্গে পাড়া-প্রতিবেশীরা চুঁচুড়া থানায় খবর দেন এবং ঘটনাস্থলে পুলিশ এসে দেহটি উদ্ধার করেন।

advt-1

advt-2

advt-3

%d