প্রবীর বোস: বিভিন্ন দাবি নিয়ে কানাইপুর গ্রামপঞ্চায়েতে ডেপুটেশন দিলো সিপিএম। মঙ্গলবার কানাইপুর পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদবের হাতে ডেপুটেশন দিলেনসিপিএম এর নেতা কর্মীরা। সিপিএম এর পক্ষ থেকে এদিন দাবি জানানো হয় অবিলম্বে কানাইপুর নৈটি রোড সংস্কার করতে হবে। আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের সঠিক তালিকা প্রকাশ করতে হবে। এবিষয়ে পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব জানান সিপিএম শুধু রাজনীতি করছে। পুজোর মধ্যে রাস্তা সম্পূর্ণ হয়ে যাবে। সিপিএম দলের এখন অস্তিত্ব নেই তাই সব বিষয় নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ করেন পঞ্চায়েত প্রধান। এদিন সিপিএম প্রথমে কানাইপুর গঙ্গানগর মোড়ে তাদের দাবি নিয়ে পথসভা করে তারপর পঞ্চায়েত অফিসে ডেপুটেশন জমা দেয়।