প্রবীর বোস: আজ হরিপাল ব্লকের মালিয়া বিশ্বনাথ সেবা সমিতিতে সমস্ত আঞ্চলিক কোর কমিটির সদস্যদের নিয়ে এক সভায় ৪৫ টি পঞ্চায়েত সমিতির অবজারভার নিয়োগের তালিকা প্রকাশ হল। উপস্থিত ছিলেন হরিপাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ পাঠক সহ শাখা সংগঠনের সভাপতি অলোক সাঁতরা, সুমিত সরকার, স্বরূপ মিত্র, প্রদীপ দলুই, সেখ সাকিরউদ্দিন, সুন্দরলাল মান্ডি, সুদেব সাঁবুই সহ নেতৃত্ববৃন্দ।