নিজস্ব সংবাদদাতা: শনিবার সকালে ভদ্রেশর পৌরসভা এলাকাবাসী অন্যভাবে ৭৪ তম স্বাধীনতা দিবস পালন করলেন। ভদ্রেশর এলাকায় এক থেকে বাইশ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে এমনকি ভদ্রেশর পৌরসভার প্রশাসকদের দেখা গেল প্রয়াত প্রাক্তন পুরপ্রধান মনোজ উপাধ্যায়ের ছবিতে মালা দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করতে। এই ভাবে ভদ্রেশরের প্রতিটি ওয়ার্ডেই মনোজ উপাধ্যায়ের ছবিতে এবং মূর্তীতে মালা দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এক সাক্ষাত্কারে ভদ্রেশর শহরের বাসিন্দাদের পক্ষ থেকে শিক্ষক শিবদয়াল রায় জানান প্রয়াত মনোজ উপাধ্যায় আমাদের ভদ্রেশরের বাসিন্দাদের কাছে এখন নেতাজী তাই তাকে এবং তাঁর মূর্তীতে মালা দিয়ে ৭৪তম স্বাধীনতা দিবস পালন করা হয়েছে।