প্রবীর বোস: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত আরামবাগ হরিণখোলার এলাকা। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন এক তৃণমূল কর্মী আহত ৬। সূত্রের খবর গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তাজপুর এলাকায় ঢুকে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী, এলাকায় মুড়ি-মুড়কির মতো বোমাবাজি চলে। এমনকি পুলিশকেও এলাকায় ঢুকতে বাধা দেওয়া হয় বলে সংবাদে প্রকাশ। বোমার আঘাতে একজনের মৃত্যু হয়েছে। গুলির আঘাতে আহত হয়ে তিনজন আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি। এই ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে আরামবাগ থানার পুলিশ।