প্রবীর বোস: রাজ্য সরকারের লক ডাউনের নির্দেশকে অমান্য করে হুগলির চুঁচুড়ার কাঁপাসডাঙ্গার পালপাড়ায় একটি হনুমান মন্দিরে আজ সকাল ৮টা থেকেই পূজা পাঠ ও হোম যজ্ঞ করলেন বিজেপির নেতা কর্মীরা। রাজ্য সরকারের ডাকা ৫ই আগষ্টের লকডাউন কর্ণপাত না করেই এদিন মন্দিরের সামনে ঢাক ঢোল বাজিয়ে জমায়েত করে পূজা চালিয়ে যায় বিজেপির কার্যকর্তারা। এবিষয়ে স্থানীয় বিজেপি নেতা দেবায়ন মজুমদার বলেন ৫০০ বছরের ইতিহাসের পুনরাবৃত্তির এই উৎসবে কোনো রকম খামতি রাখতে চাই নি আমরা। দেবায়ন বাবু বলেন রাজ্য সরকার কেনো আজ যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও লকডাউন ঘোষনা করতো তাও তাঁর মানতেন না।