কেন্দ্রের ভ্রান্ত নয়া শিক্ষানীতির বিরুদ্ধে বিক্ষোভ

Untitledনিজস্ব সংবাদদাতা: নতুন জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে আজ পথে নামল শাসক দল। বৈদ্যবাটি জিটি রোড চৌমাথায় বিক্ষোভ দেখায় তৃনমূল কংগ্রেস। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা প্রবীর পাল বলেন, দেশে যখন করোনার ভয়াবহতা চলছে তখন নতুন শিক্ষানীতি ঘোষণা করেছে কেন্দ্র সরকার। সংসদ বন্ধ, রাজ্য সরকারগুলোর সঙ্গে কোনো আলোচনা না করে শিক্ষানীতি ঘোষণা করা হয়েছে। কেন্দ্র সরকার একের পর এক ভ্রান্ত নীতি গ্রহন করছে আর সাধারন মানুষের উপর সেই সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে। এরই প্রতিবাদে বৃষ্টির মধ্যেও বিক্ষোভ দেখায় তৃনমূল কর্মী-সমর্থকরা।

অন্যদিকে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জাতীয় শিক্ষানীতি নিয়ে রাজ্যের আপত্তির কথা জানিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখতে ছয় সদস্যের কমিটি গঠন করা হবে বলেও জানান।

%d