প্রবীর বোস: হুগলি জেলার সিঙ্গুর ব্লকের নসিবপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা তথা হুগলি তৃণমূল সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের জয়হিন্দ বাহিনীর সভাপতি সোমদীপ সিংহ রায় (দেবু) করোনায় আক্রান্ত। তার
রিপোর্ট এসেছে পজিটিভ। মঙ্গলবার সন্ধ্যায় একথা জানান সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের জয়হিন্দ বাহিনীর সভাপতি সোমদীপ সিংহ রায় নিজেই।