শুভদীপ দে: মায়ের পচা গলা মৃতদেহ আগলে মেয়ে। দুদিন ধরে বের হচ্ছে পচা দুর্গন্ধ, কিন্তু রবিবার সকাল থেকেই চরম দুর্গন্ধের জেরে রীতিমত টেকা দায় এলাকায়। শেষে খবর যায় পুলিশে। পুলিশ এসে দেহ উদ্ধার করে। রবিনসন স্ট্রিট কান্ডের ছায়া এবার শ্রীরামপুরে এসে পড়লো। শ্রীরামপুর চাতরা বাজার রোডের চার মন্দির এলাকায় একটি বাড়ি থেকে বৃদ্ধার পচাগলা দেহ উদ্ধার হয় রবিবার। পুরসভার বিদায়ী পৌরসদস্য সন্তোষ সিং জানান। ঐ বাড়িতে তালা দেওয়া ছিল। শ্রীরামপুর থানার পুলিশ এসে তালা ভেঙে বাড়িতে ঢোকে। দেখা যায় এক বৃদ্ধার পচা গলা মৃতদেহ আগলে তার মেয়ে বসে আছে। এরপরই পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল ময়না তদন্তের জন্য পাঠায়।
স্থানীয় সুত্রে জানা গেছে মৃত বৃদ্ধার নাম সুষমা রায়, মেয়ে সোনালি রায়। বাড়িতে মা ও মেয়েই থাকতেন। বেশ কয়েক বছর আগে বিয়ে হয় সোনালির। কিছুদিন পর থেকে স্বামীর ঘর করেনি সে। বর্তমানে স্বামীর সাথে ডিভোর্সের মামালা চলছে সোনালির। প্রাথমিকভাবে পুলিশের অনুমান সোনালী মানসিক ভাবে অসুস্থ। তাকে ওয়ালস হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়, পুলিশের প্রাথমিক অনুমান চার পাঁচ দিন আগে এই বৃদ্ধা মারা গেছে। বাড়ির ভেতরে কাগজ পত্র ও বিভিন্ন জিনিস পোড়া অবস্থা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।