প্রবীর বোস: পুলিশ সূত্রে জানা গিয়েছে এখন পর্যন্ত হুগলির শ্রীরামপুর থানার অফিসার ও কনস্টেবল মিলিয়ে প্রায় ১৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্ত্রদের মধ্যে কয়েক জন মহিলা পুলিশ কর্মী ও ছিলেন। তবে আক্রান্তদের মধ্যে ৬ জন সুস্থ হয়ে ফিরলেও বাকি পুলিশ কর্মীরা শ্রীরামপুর শ্রমজীবী কোভিড হাসপাতালে ভর্তি রয়েছেন। এ দিন শ্রীরামপুর থানার আই সি সহ বেশ কয়েকজন পুলিশ কর্মীর র্যাপিড টেষ্ট করানো হয়। তাতেই পুলিশ কর্মীদের করোনা আক্রান্তের বিষয়টি সামনে আসে। থানার আই সি ও এস আই কে শ্রমজীবী কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। যদিও আই সি এর কোন উপসর্গ নেই।
তবে এস আই এর জ্বর সর্দির উপসর্গ রয়েছে।থানার বড়বাবু ও মেজবাবু করোনা আক্রান্ত হলেও থানার কাজকর্ম স্বাভাবিক থাকবে বলে পুলিশ জানিয়েছে।কমিশনারেটের পাশাপাশি হুগলি গ্রামীন এলাকায় প্রায় ৩০ জন পুলিশ কর্মী করোনায় আক্রান্তের খবর মিলেছে । তারমধ্যে তিন জন সুস্থ হয়ে ফিরলেও ২৭ জন চিকিত্সারত।