কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে শ্রীরামপুরে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ সমাবেশ

34a3fd85-f6f2-4978-93de-ef98d4746f22অনিমেষ মল্লিক:  আজ হুগলির শ্রীরামপুরে শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের ডাকে শ্রীরামপুর বটতলায় কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ও প্রতিনিয়ত পেট্রোপণ্যের নিত্য মূল্যবৃদ্ধির বিরুদ্ধে গলায় সবজির মালা পরে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়, সভায় উপস্থিত ছিলেন শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি সন্তোষ কুমার সিং শ্রীরামপুর পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান উত্তম নাগ শ্রীরামপুর তৃণমূল মহিলা কংগ্রেসের ও প্রাক্তন পৌরসদস্য সভানেত্রী ঝুম মুখার্জি হুগলি জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়ম চ্যাটার্জী শ্রীরামপুর শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অভিষেক পরামানিক শ্রীরামপুর কলেজ ছাত্র সংসদের সভাপতি আকাশ পাত্র।

%d bloggers like this: