নিজস্ব সংবাদদাতা: মারাত্মক হারে করোনা সংক্রমণ বাড়ছে হুগলি জেলার শ্রীরামপুর উত্তরপাড়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত কানাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। শুক্রবার কানাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আচ্ছে লাল যাদব বলেন এই মুহূর্তে কানাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ৪৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত দু’দিনে আক্রান্ত হয়েছে ২৩ জন। তার মধ্যে কয়েকজন পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত কর্মীরাও রয়েছেন। জাঙ্গিপাড়া বিধানসভার বিধায়ক ওনার পরিবার সহ ওনার দেহরক্ষীরাও আক্রান্ত। এছাড়াও উত্তর পাড়া থানার ১ জন অফিসার কানাইপুর পুলিশ ফাঁড়ির তিনজন পুলিশ কর্মীও আক্রান্ত হয়েছেন। প্রধান বলেন ১০০ জনের লালা রস পরীক্ষার জন্য দেওয়া হয়েছে রিপোর্ট এখনো এসে পৌঁছায়নি রিপোর্ট এলে সংখ্যাটি কোথায় গিয়ে দাঁড়াবে বলা মুশকিল। এই মুহূর্তে পঞ্চায়েত প্রধান আচ্ছে লাল যাদব কানাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সম্পূর্ণ লকডাউন করার আবেদন জানিয়ে চিঠি দিয়েছেন হুগলি জেলা শাসক ওয়াই রত্নাকর রাওকে। আজ থেকে কানাই পুর গ্রাম পঞ্চায়েত অফিসের কাজ আগামী সাতদিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।