জলমগ্ন চন্দননগর কর্পোরেশনের বিলকুলি উত্তরপাড়া

p1প্রবীর বোস: একদিকে সারাদেশের মানুষ কোরোনার আতঙ্কে আতঙ্কিত, একে অপরের কথা চিন্তা করার ও সময় নেই কারো কাছে, অন্যদিকে চন্দননগর কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের বিলকুলি উত্তরপাড়া এলাকা দুদিন আগে হয়ে যাওয়া প্রবল বৃষ্টির জলে এখনও জলমগ্ন, ও পাড়ার প্রতিটা বাড়িতেই প্রায় এক হাঁটু জল, ভাতের হাঁড়ি চাপেনি দুদিন, বাড়ি গুলোতে উৎপাত বেড়েছে সাপের ও বিষাক্ত পোকা মাকড়ের, এলাকা বাসিরা জানালেন কোরোনা আক্রান্ত হয়ে না মরলেও হয়তো সাপের ছোবলে অথবা ডেঙ্গুতে মৃত্যু নিশ্চিত।

এই খবর পেয়ে চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী এলাকা পরিদর্শন করেন এবং ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে ভৌগলিক পরিকাঠামো দেখে এলাকাবাসীকে জানান যে খুব তাড়াতাড়িই এই  এলাকার নিকাশি ব্যাবস্থা ও নতুন পাকা রাস্তার ব্যাবস্থা করা হবে।

%d