প্রবীর বোস, হুগলি: নতুন করে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার রাজ্যে হল প্রথম লকডাউন। পুলিশ প্রশাসনের ভয়ে লকডাউন কার্যকর হলেও ভীত সন্ত্রস্ত রয়েছে হুগলির ডানকুনির কোল ইন্ডিয়া কমপ্লেক্সের আবাসনের বসবাসকারী পরিবারের সদস্যরা। আবাসনের মধ্যে রয়েছে ডানকুনি থানার পুলিশ ও বেসরকারি ইংরাজী মাধ্যমের স্কুলের কর্মীরা। আবাসনের বসবাসকারী কোল ইন্ডিয়া কর্মচারিদের অভিযোগ, বর্তমানে করোনা পরিস্থিতিতে যখন প্রশাসন কোয়ারেনটাইন জোন করে এলাকায় স্যানিটাইজ করছে, তখন এই ডানকুনি কোল কমপ্লেক্সের আবাসনে হয়নি কোনো স্যানিটাইজ ও নজরদারি। ডানকুনি থানা লাগোয়া এই আবাসনে নেই কোনো পুলিশি নজরদারি। বারবার কোল ইন্ডিয়া কর্তৃপক্ষকে জানিয়ে কোনও সুরাহা মেলেনি। বর্তমানে এই আবাসনে ৩৪ টি কর্মরত স্টাফ রয়েছে। অধিকাংশ কোয়ার্টার রয়েছে বন্ধ।
রক্ষণাবেক্ষনের অভাবে আবাসন তৈরি হয়েছে নরককুন্ড। ইতিমধ্যেই আবাসনের মধ্যে করোনা পজিটিভ রিপোর্ট আসায় আরো আতঙ্কিত আবাসনের অনান্য পরিবার। অভিযোগ, হয়না আবাসনে নিয়মিত ড্রেন ও জঙ্গল পরিস্কার। ইতিমধ্যেই বেশ কয়েকটি কোল ইন্ডিয়া কোম্পানির কর্মীর পরিবার আবাসন ছেড়ে চলে গেছে। বাকীরা রয়েছে আতঙ্কে। কবে হবে এই আতঙ্কমুক্ত আবাসন, তা নিয়ে উদ্বিগ্ন রয়েছে কোল ইন্ডিয়ার আবাসনের বসবাসকারী কর্মী ও তাদের পরিবারেরা।