করোনা আতঙ্কে বিডিওকে বাড়িতে ঢুকতে বাধা স্থানীয় বাসিন্দাদের

c355c0c0-3ea6-4d17-8051-1f0daa804cb9শুভদীপ দে, হুগলি: বিডিও কে নিজের ভাড়া বাড়িতে ঢুকতে বাধা দিলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে আরামবাগ ১৪ নম্বর ওয়ার্ডে । জানা গেছে, ওই এলাকায় গোঘাট ১ নম্বর ব্লকের বিডিও সুরশ্রী পাল। ঘটনার সূত্রপাত আরামবাগ গোঘাট এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সহ বেশ কয়েকজন করোনা আক্রান্ত হয়েছেন তারই জেরে আতঙ্ক ছড়ায় আরামবাগ বাসিন্দাদের। আজ দুপুরে বিডিও যখন নিজের ভাড়া বাড়িতে ঢুকতে যান। সেই সময় স্থানীয় বাসিন্দারা ওই বিডিও কে বাড়িতে ঢুকতে বাধা দেন  ওখানকার বাসিন্দারা। বাসিন্দাদের দাবি বিডিও আগে করো না পরীক্ষা করাক তারপর বাড়িতে ঢুকতে পারবেন।

খবর যায় আরামবাগ থানায়। এরপর বিশাল পুলিশ বাহিনী  ঘটনাস্থলে যান। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় বিডিওকে বাধা দেওয়াকারী ৫ জনকে আটক করেছে পুলিশ। পরে পুলিশের হস্তক্ষেপে বাড়ি ঢুকতে পারল বিডিও।

%d