করোনার গ্রাসে শ্রাবণী মেলা

rrrrrrrrপ্রবীর বোস: আজ শ্রাবণ মাসের প্রথম দিন। আজ থেকে হুগলি জেলা গ্রামীণ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বর্তমান পরিস্থিতিতে শ্রাবণী মেলা ও তারকেশ্বর মন্দির বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই কারণে তারকেশ্বরের পথে বিভিন্ন জায়গায় রাস্তার উপর লাগানো হয়েছে এই বছরের শ্রাবণী মেলা বন্ধ রাখার আবেদন জানিয়ে হোডিং ও ব্যানার। এদিকে এই জেলারই বিখ্যাত সারদা মা’র স্মৃতি বিজড়িত সিঙ্গুরের ডাকাত কালী মায়ের মন্দির। এই মন্দিরেও করোনা মোকাবিলায় মাস্ক পড়িয়ে পূজোর আয়োজন করতে দেখা গেল, হুগলি জেলার গ্রামীন পুলিশের পক্ষ থেকে।

আজ সোমবার শ্রাবণ মাসের প্রথম দিন তার উপর আজ অমাবস্যা তাই এখানে পূজো দিতে আসেন বহু ভক্ত। জেলার গ্রামীণ পুলিশের পক্ষ থেকে করা নজরদারি। মাস্ক না পড়ে মন্দিরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এমন কি পাশে থাকা  শিব মন্দিরেও মহিলাদের মাস্ক ব্যবহার করতে নির্দেশ দিয়েছেন হুগলি জেলার গ্রামীন পুলিশে কতৃপক্ষ। এর পাশাপাশি শ্রাবণী মেলাকেও সম্পুর্ন ভাবে বন্ধ রাখা হয়েছে।

%d bloggers like this: