ওলা/উবের নয় এবার হুগলী জেলার রিষড়ায় এলো অ্যাম্বজেত

ambjet

অনিমেষ মল্লিক, হুগলি: ওলা উবের এর নাম আমরা সবাই শুনেছি নিশ্চই, সেগুলি যদিও চারচাকা গাড়ির জন্য ব্যাবহৃত হয়ে থাকে, আমরা অনেকেই ব্যবহার করে থাকি এই ওলা/উবের, মূলত একটু আরামদায়ক ও সেভ রাইড এর জন্য আমরা এগুলি ব্যবহার করি। কিন্তু ধরুন আপনি আপনার বাড়ি থেকে স্টেশন যাবেন অথবা স্টেশন থেকে বাড়ি আপনি টোটো তে যাবেন বলে ঠিক করলেন, কিন্তু অনেক সময় টোটো চালক ভাড়া বেশি বলে থাকে এই নিয়ে টোটোচালক এর সাথে আপনার বাকবিতন্ডা লেগে যায়, কিন্তু আপনি চাইলেই ব্যবহার করতে পারেন অ্যাম্বজেত ওয়েবসাইট কিংবা ফোন করে নিয়েও আপনি টোটো বুক করতে পারেন,করোনা প্রভাবে দুরুত্ব বজায় রেখে চলা ফেরা করা বা দূরত্ব বজায় রেখে বসার কথা বারংবার বলছে প্রশাসন, আপনি চাইলেই নিজের একার জন্যও টোটো বুক করতে পারেন এই অ্যাম্বজেত থেকে। যদি আপনি পার্সোনাল রাইড নিতে চান তাহলে মাত্র ২৯ টাকা থেকে শুরু আর যদি আপনি শেয়ার রাইড নিতে চান তাহলে শুরু মাত্র ৮ টাকা থেকে শুরু এই অ্যাম্বজেত। ambjet 2

৬ জন বন্ধুর যৌথ উদ্যোগে চলা শুরু হয় অ্যাম্বজেতের, এদের মূল উদ্দেশ্য হল এই লোকাল পরিবহন শিল্পের মধ্যে ভাড়ার একটি নির্দিষ্ট মান নির্ধারণ করা এবং যাত্রীর সুরক্ষা নির্ধারণ করা, এর মাধ্যমে প্রচুর টোটো চালকও উপকৃত হচ্ছেন, এই পরিষেবা শুধু হুগলি জেলা নয় সমগ্র ওয়েস্ট বেঙ্গল এ প্রথম।

%d bloggers like this: