প্রবীর বোস, হুগলি: চন্দননগর মুন্সি পুকুরের এলাকার বাসিন্দা তথা একটি প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক ৩৪ বছরের সৌমি সাহা মারা গেলেন করোনা আক্রান্ত হয়ে।। আজ সকালে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যু হয়। বর্তমানে মৃতের মা ইএসআই ব্যান্ডেল হাসপাতালে ভর্তি রয়েছেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।