প্রবীর বোস, হুগলি: রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মানণীয়া চন্দ্রিমা ভট্টাচার্য্যের নির্দেশে ও সহযোগিতায় ১লা জুলাই বাচ্ছাদের ফল ও দুধ বিতরণ “দুধে ফলে ভালো থেকো”। হুগলী জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। উপস্থিত ছিলেন রাজ্য কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক বেচারাম মান্না মহাশয়। এছাড়া উপস্থিত ছিলেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা জেলা পরিষদের ডেপুটি মেন্টর ডাঃ করবী মান্না ।