প্রবীর বোস, হুগলি: হরিপাল ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ডাঃ বিধান রায়ের জন্মদিবস ও মৃত্যু দিবস উপলক্ষে “ডক্টরস ডে” উপলক্ষে হরিপাল গ্রামীণ হাসপাতালের সমস্ত ডাক্তারদের বিশেষ সংবর্ধনা দেওয়া হল। অনুষ্ঠানে হুগলি জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক তথা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সুমিত সরকার বলেন যে ভাবে ডাক্তারবাবুরা কোভিড ১৯ এ রাতদিন জেগে কাজ করছেন তাদের পাশে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিদির নির্দেশে আজ হাসপাতালে এসে এবং এলাকায় যে সমস্ত ডাক্তারবাবু থাকেন তাঁদের কেউ আমরা সম্মানিত করেছি।
অনুষ্ঠানে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ পাঠক, অলোক সাঁতরা, স্বরূপ মিত্র, সেখ সকিরউদ্দিন, শিবনাথ হালদার সহ বিভিন্ন ডাক্তারবাবুরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিএমওএইচ কৌস্তুভ ঘোষ বলেন আমরা আপ্লূত এই রকম সংবর্ধনা পেয়ে।