বিনামূল্যে ৮০০ জনকে আর্সেনিকাম অ্যালবাম ৩০ বিতরণ

aa532cad-1868-4657-ab81-c457c3dffc29স্বরূপম চক্রবর্তী, ডানকুনি,হুগলি: যে রোগটি আজ সকলের কাছেই চিন্তার কারণ , যে রোগের কারণে বা যে ভাইরাসের আক্রমণে আজ আমাদের দেশ ভারত সহ সারা পৃথিবীর বিভিন্ন উন্নত দেশগুলি নাজেহাল বা এককথায় বলা যায় বিপর্যস্ত ও ল্যাজেগোবরে, অতিমারি সৃষ্টিকারী সেই মরণ ভাইরাসটি আজ আর আমাদের কারওই অজানা নয়। সারা দেশ আজ লড়াই করে চলেছে এই মরণ ভাইরাসের বিরুদ্ধে। চলছে নানা পরীক্ষা-নিরীক্ষা এই রোগের ভ্যাক্সিন আবিস্কারে। এরই মধ্যে আমাদের দেশের হোমিওপ্যাথিক ডাক্তারদের সংগঠন ভারত সরকারের আয়ুষ বিভাগের সম্মতিক্রমে দেশের মানুষের শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে তুলতে আর্সেনিকাম অ্যালবাম ৩০ নামক হোমিও ওষুধটিকে সাধারণের হাতে তুলে দিচ্ছেন এই কঠিন সময়ে। এমনই এক অনুষ্ঠানের সাক্ষী হয়ে রইল হুগলি জেলার ডানকুনি পৌরসভার ১৬ নং ওয়ার্ডের রায়পাড়া অঞ্চল। এই এলাকার প্রায় ৮০০ জনের হাতে আজ ডাঃ নিখিলেশ সাঁতরা’র ব্যবস্থাপনায় ও ডানকুনি আনন্দনিকেতনের সক্রিয় ব্যবস্থাপনায় ও সহযোগিতায় রবিবার তুলে দেওয়া হল করোনা রোগ প্রতিরোধে দৈহিক প্রতিরোধ শক্তি বিকাশে আর্সেনিকাম অ্যালবাম ৩০।

বিনামূল্যে এই ওষুধ বিতরণ সম্পর্কে ডানকুনি আনন্দ নিকেতনের প্রধান প্রাণপুরুষ ডানকুনি পৌরসভার বর্তমান পরিচালন পর্ষদের অন্যতম সদস্য ও ডানকুনি পৌরসভার প্রাক্তন উপ-পৌরপ্রধ্যান দেবাশীষ মুখোপাধ্যায় বলেন, ডানকুনি আনন্দ নিকেতন সারা বছর যেমন নানা সামাজিক কাজকর্মের মধ্যে লিপ্ত থাকে, তেমনি এই ভয়াবহ করোনা পরিস্থিতিতে তাঁরা সাধারণ মানুষদের পাশে নানা ভাবে সহায়তার হাত বাড়িয়ে দিতে সক্ষম হয়েছেন শুধুমাত্র সকলের আশীর্বদে। আগামীদিনেও তাঁরা এই ব হব এই মানুসেরে পাশে থেকে সমাজের সেবা করে যেতে বদ্ধ-পরিকর।

%d bloggers like this: