সৌমাভ মণ্ডল, উত্তর ২৪ পরগণা: পুলিশের মানবিক মুখ দেখলো সুন্দরবনের আম্ফান ঝড়ে ক্ষতিগ্রস্তরা। বসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ বিধানসভার ৩০ থেকে ৩৫টি গ্রামের কয়েক হাজার মানুষকে লাগাতার শুকনো খাবার, রান্না করা ভাত, ডাল, মাছ ও সব্জি সহ সুষম খাদ্য নিয়ে গিয়ে গ্রামে পরিবেশন করলেন পুলিশ কর্মীরা। পাশাপাশি জলবাহিত রোগের প্রকোপ যাতে না বাড়তে পারে তাদের জন্য চিকিৎসকদের মতামত নিয়ে পর্যাপ্ত প্রয়োজনীয় ঔষধের ব্যবস্থা করছেন। এছাড়া তাদের জন্য স্যানিটাইজার, মাস্ক দিয়ে যাচ্ছেন লাগাতার। যেসব দুর্গতদের নদীর নোনা জলে জামা-কাপড় চলে গিয়েছে তাদের জন্য নতুন জামাকাপড় দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ালো রাজ্য পুলিশের কয়েকজন পুলিশ কর্মী।
এলাকার যুবকদের সঙ্গে নিয়ে চাকরির পাশাপাশি মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য বিভিন্ন গ্রামের মানুষ দুহাত ভরে আশীর্বাদ করছেন পুলিশ কর্মীদের।