প্রবীর বোস, হুগলি: হরিপাল গজারমোড়ে সরকারি এস বি এস টি সি বাস পরিষেবার শুভ উদ্বোধন হলো। করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের কথা ভেবে হরিপাল বিধানসভায় আবারও এস বি এস টি সি বাস পরিষেবা চালু হল। এই বাস পরিষেবার শুভ উদ্বোধন করেন এস বি এস টি সি চেয়ারম্যান বিধায়ক অসিত মজুমদার। উপস্থিত ছিলেন হরিপালের বিধায়ক মাননীয় শ্রী বেচারাম মান্না, হুগলি জেলা পরিষদের পরিবহনের কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়, আরামবাগ ডিভিশনাল ম্যানেজার এস বি এস টি সি শুভেন্দু মুখোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে এস বি এস টি সি চেয়ারম্যান অসিত মজুমদার বলেন পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন রেল স্টেশনে আমাদের কর্মচারীরা এই বাস পরিষেবা দিতে গিয়ে তাদের রাত জাগতে হচ্ছে, ভীষণ পরিশ্রম করতে হচ্ছে পাশাপাশি সাধারণ মানুষদের কথা ভেবে বিভিন্ন জনবহুল জায়গা থেকে কলকাতাগামী বাস পরিষেবা এস বি এস টি সি
তাই আগামী দিনে যদি এই হরিপাল এলাকায় আরো বাসের প্রয়োজন হয়, সেই প্রয়োজন আমাদের সংস্থা মেটাবে। অনুষ্ঠানে বিধায়ক বেচারাম মান্না বলেন আমরা খুশি এই বাস আজকে উদ্বোধন হয়ে হরিপাল ও জাঙ্গিপাড়ার এলাকার মানুষের খুবই উপকার হবে। যে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে মানুষকে কলকাতা যেতে হয় ট্রেন চলেছে না তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর সহযোগিতায় এস বি এস টি সির চেয়ারম্যান অসিত মজুমদার কে ধন্যবাদ জানাই সাধারণ মানুষের জন্যে এই বাস পরিষেবা চালু করার জন্য।