রুহুল আলম, মালদা: সোমবার মালদা থানার উদ্যোগে মঙ্গলবাড়ীর স্থানীয় চৌরঙ্গী মোড়ে মঙ্গলবাড়ীর ট্রাফিক পুলিশদের বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, হ্যান্ড গ্লাভস এবং ফুলফেস প্লাস্টিক মাস্ক দেওয়া হয়। এদিন ট্রাফিক অফিসার থেকে শুরু করে ট্রাফিকের সিভিক ভলেন্টিয়ার দের মোট ২০ জনের হাতে ওই জিনিস গুলি তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন মালদা থানার আইসি শান্তি নাথ পাঁজা সহ একাধিক পুলিশ কর্মী। এবিষয়ে আইসি শান্তি নাথ পাঁজা জানান, করোনা মোকাবিলায় স্বাস্থ্য কমী, পুলিশের পাশাপাশি ট্রাফিক পুলিশের ভূমিকাও অনিবার্য।
যারা করোনা মোকাবিলায় সরাসরি কাজ করে তারা যাতে এই জিনিস গুলি ব্যবহার করে, তাই আজ আমরা মালদা থানার পক্ষ থেকে তাদের হাতে এই জিনিস গুলি তুলে দিলাম।