প্রবীর বোস, হুগলি: হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মী নিয়োগকে কেন্দ্র করে গতকাল ২২ জুন এক উচ্চ পর্যায়ের বৈঠক করলেন সরকারি আধিকারিকরা, বৈঠকে হাজির ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। একদিকে বৈঠক চলল আর অন্যদিকে পৌরসভার গেটের সামনে দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন করা হলো। ২২ জুন সকাল ১০ টা থেকে অস্থায়ী কর্মীরা পৌরসভার গেটের মুখ অবরোধ করে পৌরসভা বন্ধ করে দেয় এবং কোন স্থায়ী কর্মচারী বা অস্থায়ী কর্মচারী কাউকেই ভেতরে প্রবেশ করতে দেন না। যতদিন তাঁদের পেশ করা ৫ দফা দাবি না মান হচ্ছে ততদিন তাঁরা এই আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান পৌরসভার অস্থায়ী কর্মী সদস্য রাজেশ শ্যাম শঙ্খ বণিক।