চন্দননগর পৌরনিগমের অস্থায়ী বিদ্যুত্‍ কর্মীর মৃত্যু এলাকায় শোকের ছায়া

11707892_680209555457311_56প্রবীর বোস, হুগলি: গত আমফান ঝড়ের পর চন্দননগর পৌরনিগম এলাকায় বহু জায়গায় বিদ্যুত্‍ বিছিন্ন হয়ে পড়ে। সেই বিদ্যুত্‍ লাইনের কাজ করতে গিয়ে গত কয়েক দিন আগে চন্দননগর পৌরনিগমের অস্থায়ী বিদ্যুত্‍ কর্মী সোমনাথ প্রামানিক বিদ্যুত্‍পৃষ্ঠ হন। সেদিন বিদ্যুত্‍পৃষ্ঠ হয়ে আহত অবস্থায় তাকে প্রথমে চন্দননগর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেদিনেই তাঁকে চুচূড়া ইমামবাড়া হাসপাতালের ভর্তি  করা হয়। সেখানে আহত বিদ্যুত্‍ কর্মী  সোমনাথের অবস্থার উন্নতি না হওয়ায় তাকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু গত বুধবার প্রয়াত হন এই অস্থায়ী কর্মী। তাঁর মৃত্যুতে  এলাকায় শোকের ছায়া নেমে আসে।

%d