সৌমাভ মণ্ডল, উত্তর ২৪ পরগণা: আম্ফান পরবর্তী সময়ে জল নিকাশি ও নিকাশি ব্যবস্থা সংস্কারের দাবিতে বসিরহাট দক্ষিণ বিধানসভা এলাকার শিরিষতলায় টাকি রোড (রাজ্য সড়ক ২) ও সাঁইপালার এস.এন. মজুমদার রোড অবরোধ করল স্থানীয়রা। বুধবার সকাল থেকে এই অবরোধ শুরু হয়। অবরোধের জেরে রাজ্য সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। অভিযোগ, আম্ফান ঝড়ের পর থেকে লাগাতার বৃষ্টি হয়েই চলেছে বসিরহাট মহকুমার বিভিন্ন প্রান্তে। শহরের একাধিক জায়গায় বৃষ্টির জল জমেছে এমনকি অনেক সময় বাড়ির মধ্যেও জল জমে থাকতে দেখা গিয়েছে। আবার নানান সময় নর্দমার নোংরা জলও বাড়ি ও দোকানে ঢুকে জমে থাকছে। অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ছে এলাকা। তাই শীঘ্রই জল নিকাশি ও নিকাশী ব্যবস্থা সংস্কার করার দাবি জানান এলাকাবাসীরা।
এর আগে সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধিদের একাধিকবার জানিয়েও কোনো কাজ না হওয়ায় এদিন অবরোধে সামিল হন তাঁরা। অবরোধের খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।
Share
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on Facebook (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Skype (Opens in new window)
- Click to email a link to a friend (Opens in new window)