সৌমাভ মণ্ডল, উত্তর ২৪ পরগণা: বসিরহাট মহকুমার সুন্দরবনের সন্দেশখালি ১নং ব্লকের নেতাজিপল্লী সহ বেশ কিছু গ্রামে বেতনী নদীর জলের স্ফিতি বেড়ে নোনা জল ঢুকেছে। যার জেরে গবাদি পশুদের সঙ্গে নিয়ে প্রায় শতাধিক মানুষকে সরে যেতে হয়েছে। এরা রাস্তার ধারে কোন রকমে বেঁচে আছে। আবার ত্রাণ শিবিরেও আশ্রয় নিয়েছে বেশ কিছু মানুষ। সব মিলিয়ে এই জল ঢোকায় সমস্যায় পড়েছে এই অঞ্চলের বিস্তীর্ণ মানুষ। উপরে আকাশের জল নিচে নোনা জল উভয় সঙ্কটে সুন্দরবনের মানুষ। সামনে ৩রা জুন ভরা কোটালে আবার যদি নতুন করে গ্রামে জল ঢোকে তাহলে নতুন করে আতঙ্কের প্রহর গুনতে হবে সুন্দরবনের মানুষকে।
তাদের অভিযোগ ঠিকমতো ত্রাণ ও পানীয় জল পাচ্ছেন না পাশাপাশি খোলা আকাশের নিচে রাস্তার ধরে ত্রিপল টানিয়ে কোন রকমে বেঁচে আছে শিশু থেকে বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা। সবমিলিয়ে আম্ফান ধ্বংসলীলার পরেও বেতনী নদীর নতুন বিপর্যয়ের মুখে সন্দেশখালির নেতাজি পল্লী গ্রাম।