লকডাউনে দুঃস্থদের রবিবার খাসির মাংস ভাত খাওয়ালেন তৃণমূলের কার্যকারী সভাপতি

malda-bablaরুহুল আলম, মালদা: লকডাউন প্রায় শেষের দিকে। প্রথম দিন থেকেই শহরের কানির মোড়ে কয়েক শো সাধারণ মানুষের জন্য প্রতিদিন দু বেলা খাবারের ব্যবস্থা করেছেন ইংরেজবাজার পৌরসভার প্রাক্তন উপ-পৌরপ্রধান তথা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি দুলাল সরকার (বাবলা)। রবিবার ছুটির দিনে মানুষের মুখে একটু অন্য স্বাদ তুলে ধরতে এদিন আয়োজন করা হয়েছিল খাসির মাংস ভাত। সাধারণ প্রবাসী শ্রমিকদের পাশাপাশি বিশেষ খাবারের ব্যবস্থা করেছেন ভিন রাজ্য থেকে মালদায় ফেরা ও দেশের বিভিন্ন প্রান্তে যাওয়া পরিযায়ী শ্রমিকদের জন্য।

তার কার্যালয় থেকে তৈরি খাবারের প্যাকেট চলে যাচ্ছে মালদা টাউন স্টেশনে এবং গৌর কন্যা বাসস্ট্যান্ডে প্রশাসনিক কর্মীদের কাছে। তারা সেই খাবারটি শ্রমিকদের হাতে তুলে দিচ্ছেন। দুলাল সরকার জানান, যতদিন লকডাউন থাকবে ততদিন তিনি এভাবেই খাওয়ার ব্যবস্থা করে যাবেন।

%d bloggers like this: