ঝড়ে উপড়ে পড়া গাছ পুনঃস্থাপিত উত্তরপাড়ায়

a7680f7e-27da-4d30-b5a9-ba37d29cd098অনিমেষ মল্লিক, হুগলি: সম্প্রতি আমফান ঘূর্ণিঝড়ে হুগলী জেলায় প্রচুর গাছ পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয় যার ফলে আগামীদিনে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবার আশংঙ্কা থেকেই যায় তাই উত্তরপাড়া কোতরং পুরসভার চীফ অ্যাডমিনিস্ট্রেটর দিলীপ যাদবের উপস্থিতিতে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল চত্বরে উপড়ে যাওয়া বড় দুটি গাছ পুনঃস্থাপন করা হয় ও হাসপাতাল চত্বরে অনেকগুলি চারা গাছ লাগানো হয়। দিলীপ যাদব আরও বেশি করে নিজেদের এলাকায় গাছ লাগিয়ে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সকলের কাছে বিনীত আবেদন করেন।

%d bloggers like this: