প্রবীর বোস, হুগলি: হরিপাল বড়বাজার শীতলাতলায় জামাইষষ্ঠীর দিন ৪০ জন মহিলার রক্তদান। উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, হরিপালের বিধায়ক বেচারাম মান্না,হুগলি জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী করবী মান্না সহ বিশিষ্ট জনেরা। আজ জামাইষষ্ঠী হরিপাল বড়বাজার শীতলাতলায় ৪০ জন মহিলা জামাইষষ্ঠীর মত অনুষ্ঠান কে বাদ দিয়ে রক্তদান করলেন। রক্তদাতাদের মধ্যে অনেকেই রক্তদান করার সময় জানান, জামাইষষ্ঠী প্রতি বৎসরেই করা যাবে, কিন্তু এই সময়ে আমাদের পশ্চিমবঙ্গের রক্তের খুবই প্রয়োজন। এক দিকে মহামারি রোগ করোনা দেখা দিয়েছে আর অন্যদিকে বাংলায় বিভিন্ন হাসপাতালে রক্ত সংকট দেখা দিয়েছে।
তাই আমরা রক্ত সংকটের কথা মাথায় রেখে আজ জামাইষষ্ঠী দিনে মহিলারা জামাইষষ্ঠী পালন না করে রক্তদান করলাম।