সৌমাভ মণ্ডল, উত্তর ২৪ পরগণা: বসিরহাট ১ নম্বর ব্লকের ভারত-বাংলাদেশের গজালমারি সীমান্তের ঘটনা। আম্ফানের জেরে ইছামতি নদীর বাঁধ ভেঙেছিল প্রায় আড়াইশো ফুট। এই এলাকায় আবার নতুন করে ৫০ ফুট ইচ্ছামতী নদী বাঁধ ভেঙ্গে গ্রামের জল ঢুকছে। গজালমারি প্রাথমিক বিদ্যালয়ের ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে শতাধিক মানুষ। তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে খাবার, পানীয় জল ও ঔষধ ব্যবস্থা করলেন উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের সদস্য শাহানুর মন্ডল। এদিন গজালমারি গ্রামের শতাধিক দুর্গতদের হাতে চাল ও শুকনো খাবার তুলে দেন তিনি। এই খাবার নিতে দুর্গতদের মধ্যে রীতিমতো হুড়োহুড়ি বেঁধে যায়। কিন্তু শাহানূর নিজে দাঁড়িয়ে থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে দূর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।