প্রবীর বোস, হুগলী: এই ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ে যে সকল মানুষদের আমরা হরিয়েছি, তাঁদের আমরা ফিরিয়ে আনতে পারব না কিন্ত তাঁদের পরিবারের পাশে আমরা সবসময়ই থাকবো। আজ হুগলির শ্রীরামপুরে আম্ফান ঝড়ে মৃত তিনজনের(উত্তম পাল, পুরুষোত্তম যাদব, সঞ্জীব পোদ্দার) পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করতে এসে রাজ্যের পুর ও নগরন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম একথা বলেন। তিনি আরও বলেন আম্ফানের প্রভাবে আজ আমাদের রাজ্যে বড়ই দুর্যোগ। স্বাভাবিক অবস্থায় ফিরতে অনেকটাই সময় লাগবে। এদিনের এই আর্থিক সাহায্য প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব, বিধায়ক তপন দাশগুপ্ত, বিধায়ক স্নেহাশীষ চক্রবর্তী, বিধায়ক অসীমা পাত্র, বিধায়ক স্বাতী খন্দকার সহ জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিকবৃন্দ। সরকার।
শনিবার হুগলির শ্রীরামপুর মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তপন দাশগুপ্ত ও অসীমা পাত্র তিনটি পরিবারের হাতে চেক তুলে দেন। ফিরহাদ হাকিম বলেন উড়িষ্যায় দেড়মাস লেগেছিল পরিস্থিতি স্বাভাবিক করতে। এখানেও সময় লাগবে, আমাদের সকলকে একটু ধৈর্য ধরতে হবে। এর মধ্যেও অনেক উস্কানিও রয়েছে। ফলে সেসব নিয়ে বেশী ভাবনা চিন্তা করে লাভ নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষের পাশে আছেন।