Site icon Sambad Pratikhan

জিরো পয়েন্টে রোগ প্রতিরোধের জন্য বিনামূল্যে ডিম ও সবুজ সব্জি বাজার

Advertisements

সৌমাভ মণ্ডল, উত্তর ২৪ পরগণা: বসিরহাট মহকুমার বসিরহাট ১নং ব্লকের শাকচুড়া-বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোলাম মোস্তফা ও পঞ্চায়েতের সদস্যদের উদ্যোগে ভারত-বাংলাদেশ সীমান্তে জিরো পয়েন্ট হরিহরপুরে ডিম ও সব্জি বাজার শুরু হলো গ্রামবাসীদের জন্য। যতদিন লকডাউন চলবে ততদিন তাদের এই কর্মসূচি চলবে। প্রতিদিন হরিহরপুর সীমান্তের ১০০০ দুস্থ গ্রামবাসীদের শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য একদিকে ভিটামিন-সি সমৃদ্ধ সবুজ সব্জি দেওয়া হচ্ছে পাশাপাশি বিনামূল্যে প্রোটিন যুক্ত ডিমও দেওয়া হচ্ছে। করোনা মহামারীর কোন প্রতিষেধক এখনও বেরোয়নি। করোনা মোকাবেলায় তারা সীমান্তের প্রতিটি মানুষের রোগ প্রতিরোধ গড়ে তোলার জন্য এই কর্মসূচি নিয়েছেন। এদিন বসিরহাট দক্ষিণের বিধায়ক ও ফুটবলার দীপেন্দু বিশ্বাস, উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের সদস্য শাহানুর মন্ডল, উপপ্রধান গোলাম মোস্তফারা গ্রামবাসীদের হাতে সবুজ সব্জি ও ডিম তুলে দেন। পাশাপাশি ফুটবলার বিধায়ক দীপেন্দু বলেন যে মানুষের শারীরিক ক্ষমতা বাড়ানোর জন্য বেশি পরিমাণ ভিটামিন সি’ খেতে হবে। সবুজ সব্জি প্রতিদিন বেশি করে খেতে হবে। শারীরিক কসরত করতে হবে। পাশাপাশি সামাজিক দূরত্ব মানতে হবে ও লকডাউনকে মান্যতা দিতে হবে তাহলেই করোনার বিরুদ্ধে মোকাবেলায় জয় নিশ্চিত হবে।

Exit mobile version