Site icon Sambad Pratikhan

সুন্দরবনে বিনামূল্যে বাচ্চাদের বেবি ফুড ও সব্জি

Advertisements

সৌমাভ মণ্ডল, বসিরহাট, উত্তর ২৪ পরগণা: জেলা পরিষদের কর্মাধ‍্যক্ষ দাঁড়িপাল্লা নিয়ে নিজে হাতে সব্জি তুলে দিচ্ছেন গ্রামবাসীদের। বসিরহাট মহকুমার সুন্দরবনের হাসনাবাদ ব্লকের ভবানীপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের মডেল হাই স্কুল মাঠে বিনামূল্যের সব্জিবাজার। প্রায় ১৫০০০ সুন্দরবনবাসীকে বিনামূল্যে আলু, পেঁয়াজ, আদা, রসুন, পটল, ঝিঙে, কুমড়ো, চাল, ডাল ও সর্ষের তেল পাশাপাশি বাচ্চাদের জন্য বেবি ফুড সম্পূর্ণ বিনামূল্যে তুলে দেওয়া হলো। দাঁড়িপাল্লায় মেপে সব্জি তুলে দিলেন খোদ উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের শিক্ষা ও ক্রীড়া দপ্তরের কর্মাধ‍্যক্ষ ফিরোজ কামাল গাজী। ফিরোজ কামাল গাজী বলেন প্রত্যন্ত সুন্দরবনের মানুষের জন্য বিশেষ করে হিঙ্গলগঞ্জ, বসিরহাট উত্তর বিধানসভা, ভবানীপুর বাঁকড়া, গোষালআটি, পারঘাটার আদিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বসবাস করে। লকডাউনের জেরে দৈনন্দিন জীবনে রুজি রোজগার হারিয়েছেন তারা। খাদ্য সমস্যা তো কিছু আছে সেই সমস্যা নিবারণের জন্য আমরা এই বিনামূল্যে সব্জি বাজারের আয়োজন করেছি। তাতে মানুষ সম্পুর্ণ বিনামূল্যে কয়েকদিনের জন্য সব্জি পাবেন। পাশাপাশি চাল ডাল জোগাড় করলেও সব্জি কিনতে গেলে মানুষের সমস্যায় পড়তে হচ্ছে। সেই কথা মাথায় রেখে আমরা এই উদ্যোগ নিয়েছি। যতদিন লকডাউন চলবে ততদিন এই কাজ চালিয়ে যাবেন। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সুন্দরবনের মানুষ।

Exit mobile version