সৌমাভ মণ্ডল, উত্তর ২৪ পরগণা: বসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের সান্ডেলেরবিল, মামুদপুর, রূপমারি, সাহেবখালী ও দুলদুলি সহ বেশ কিছু এলাকায় প্রায় ৫০০ শিশুদের হাতে বেবি ফুডের পাশাপাশি লজেন্স, বিস্কুট ও ম্যাগি তুলে দিলেন মহারাজারা। পাশাপাশি গ্রামের প্রবীণদেরও এদিন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সুন্দরবনের মানুষ। কারণ বড়দের জন্য পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা হচ্ছে কিন্তু শিশুরা কিছু কিছু ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে। তাই তাদের পাশে দাঁড়াতে এই ধরনের উদ্যোগ নিয়েছে সান্ডেলেরবিল শ্রী রামকৃষ্ণ সেবা সমিতি। মহারাজ সমরপাল নন্দজি মহারাজ জানিয়েছেন, লকডাউনের জেরে ঘরে একাকীত্বে কাটাচ্ছে শিশুরা। আগামী দিনে তাই আরো বেশি করে শিশু মনকে উৎসাহিত করার জন্য উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিশুর মানসিক শান্তি দিতে ঘরে বসে বিভিন্ন খেলার পরামর্শ দেওয়া হবে।
এই ধরনের উদ্যোগ একদিকে যখন অভিভাবকদের উৎসাহিত করেছে অন্যদিকে শিশুদের মন আরো বেশি করে মানসিক অবসাদ কাটিয়ে স্বাভাবিক করতে এই পরিকল্পনা নিয়েছে হিঙ্গলগঞ্জ শ্রী রামকৃষ্ণ সেবা সমিতি।