সৌমাভ মণ্ডল, বসিরহাট, উত্তর ২৪ পরগণা: বসিরহাট মহকুমার বসিরহাট ১নং ব্লকের শাঁকচূড়া-বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের অস্থায়ী কর্মী মলয় কুমার ঘোষকে দীর্ঘদিন ধরে জাল খাজনার রশিদ বানিয়ে গ্রামবাসীদের প্রতারণা করার অভিযোগে গ্রেফতার করল বসিরহাট থানার পুলিশ। গত দু’বছর ধরে পঞ্চায়েতের খাজনার রশিদ জাল করে প্রেস থেকে ছাপিয়ে মানুষকে বোকা বানাতো। কখনো আবার গ্রামবাসীদের প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা তুলেছে। বুধবার সকালে এলাকার একজন গ্রাহককে খাজনার রশিদ দিয়ে ২২০০ টাকা নিলে ঐ আমানতকারীর সন্দেহ হয়। পঞ্চায়েতের প্রধান শরিফুল গাজী সহ অন্যান্য কর্মীরা ছুটে এসে দেখে পুরোটাই জাল। প্রধান বলেন দীর্ঘদিন ধরে আমাদের কাছে অভিযোগ আসছিল কিন্তু এবার হাতে নাতে প্রমাণ হয়ে গিয়েছে। ঘটনার উপযুক্ত তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। বসিরহাট থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ গ্রেপ্তার ঐ ব্যাক্তিকে গ্রেফতার করে প্রতারককে। তার বাড়ি উত্তর বাগুন্ডি গ্রামে। সেখানে গিয়ে বাড়িতে তল্লাশি করে দেখা যায় বেশ কিছু খাজনার রশিদ জ্বালিয়ে রাখা আছে। বুধবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় মলয়কে। পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে বসিরহাট থানার পুলিশ।